রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে ট্রেন যাত্রীদের ভোগান্তি, শিডিউল বিপর্যয়ে কমছে রাজস্ব

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১২ই জানুয়ারী ২০২৫ ০৭:০৩ অপরাহ্ন
রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে ট্রেন যাত্রীদের ভোগান্তি, শিডিউল বিপর্যয়ে কমছে রাজস্ব

খুলনা-রাজবাড়ী-ঢাকা রুটে বেসরকারি নকশীকাঁথা মেইল ট্রেনের সময়সূচি পরিবর্তনের ফলে চরম বিপাকে পড়েছেন ভাঙ্গা-রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে চলাচলকারী সরকারি ট্রেনের যাত্রীরা। সময়সূচি পরিবর্তনের পর থেকে সরকারি রাজবাড়ী-১ আপ এবং রাজবাড়ী-২ ডাউন ট্রেনটির শিডিউল বিপর্যয় ঘটেছে। যাত্রীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন, আর সরকারি ট্রেনের আয় কমে গেছে।


রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর থেকে নকশীকাঁথা মেইল ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে পূর্বের সকাল ৬টা ৩০ মিনিটের পরিবর্তে ভোর ৫টা ৫০ মিনিটে ছাড়ছে। ফলে ভোর ৬টায় রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সরকারি রাজবাড়ী-১ আপ ট্রেনটি প্রায় ৪০ মিনিট দেরিতে ছাড়তে বাধ্য হচ্ছে। এতে যাত্রী সংখ্যা কমে গিয়ে সরকার রাজস্ব হারালেও বেসরকারি ট্রেনটি লাভবান হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, নকশীকাঁথা ট্রেনটি রাজবাড়ী স্টেশনে টানা ২৬ মিনিট অপেক্ষা করে যাত্রী বোঝাই করে। এ সময় অপেক্ষমান যাত্রীরা সরকারি ট্রেন ছেড়ে বেসরকারি ট্রেনে ওঠেন। ফলে সকাল ৬টা ৪৫ মিনিটে একপ্রকার ফাঁকা অবস্থায় ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় রাজবাড়ী-১ আপ।


ভাঙ্গা স্টেশনে গিয়ে দেখা যায়, রাজবাড়ী-২ ডাউন ট্রেনটি সময়সূচি অনুযায়ী সকাল ৮টা ১০ মিনিটে ভাটিয়াপাড়া ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় ২ ঘণ্টা দেরিতে রওনা দেয়। ফরিদপুর স্টেশনে পৌঁছানোর সময়ও দেরি হয়। সেখানে মাষ্টার সংকটের কারণে অন্যান্য ট্রেনের ক্রসিং করতে গিয়ে যাত্রীদের আরও হয়রানির শিকার হতে হয়।


ভাঙ্গা স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, “নকশীকাঁথার সময় পরিবর্তনের ফলে সরকারি ট্রেনের বিলম্ব হচ্ছে। এছাড়া কয়েকটি স্টেশনে মাষ্টার না থাকার কারণে ক্রসিং সমস্যা বাড়ছে।”


অন্যদিকে রাজবাড়ীর স্টেশন মাস্টার তন্ময় দত্ত স্বীকার করেছেন যে, সময়সূচির এই পরিবর্তনে নকশীকাঁথা ট্রেনের যাত্রী সুবিধা হয়েছে, তবে সরকারি ট্রেনের আয় ও যাত্রী সংখ্যা কমেছে।


রেলওয়ের পাকশী বিভাগের ট্রান্সপোর্টেশন অফিসার (ডিটিও) হাসিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি পরে আলোচনা করার কথা জানান।


সরকারি ট্রেনের যাত্রীদের অভিযোগ, আগে তারা স্বস্তিতে যাতায়াত করলেও সময়সূচি বিপর্যয়ের ফলে ভোগান্তি চরমে উঠেছে। নকশীকাঁথার সময়সূচি পুনর্বিবেচনা করে সরকারি ট্রেনের শিডিউল ঠিক রাখার দাবি জানিয়েছেন যাত্রীরা।