কন্ডোম প্রেসক্রাইব করে সাসপেন্ড চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ৪ঠা সেপ্টেম্বর ২০১৯ ০২:৩০ অপরাহ্ন
কন্ডোম প্রেসক্রাইব করে সাসপেন্ড চিকিৎসক!

পেটে ব্যথা নিয়ে জুলাই মাসে হাসপাতালে এসেছিলেন ৫৫ বছরের এক মহিলা। তাঁর চিকিৎসা করতে কন্ডোম প্রেসক্রাইব করেছিলেন সরকারি হাসপাতালের এক চিকিৎসক। এই ঘটনার প্রায় এক মাস পরে ওই চিকিৎসককে সাসপেন্ড করা হল। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ঘাটশিলা সাব ডিভিশনাল হাসপাতালে। মহিলাকে কন্ডোম প্রেসক্রাইব করা অভিযুক্ত ওই চিকিৎসকের নাম আশরফ বদর। পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে ওই মহিলা গত ২৩ জুলাই এসেছিলেন ঘাটশিলা সাব-ডিভিশনাল হাসপাতালে। সেখানেই আশরফ ওই মহিলাকে ব্যথা উপশমের জন্য কন্ডোম প্রেসক্রাইব করেন। তার পরই বিষয়টি নিয়ে শুরু হয় হইচই। 

এর পর বিষয়টি নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন পূর্ব সিংভূমের ডেপুটি কমিশনার। গত ২ অগস্ট আশরফের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রিপোর্ট জমা দেয় ওই কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে গত সোমবার তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলার এক মেডিক্যাল অফিসার। 

ইনিউজ ৭১/এম.আর