ডাকাতের গাড়ি নিয়ে লাপাত্তা চোর (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৮শে আগস্ট ২০১৯ ০২:২৪ অপরাহ্ন
ডাকাতের গাড়ি নিয়ে লাপাত্তা চোর (ভিডিও)

চোরের ওপর বাটপারির অনেক ঘটনা হয়তো শুনেছেন। এবার শুনুন ডাকাতের ওপর বাটপারির কথা। ওয়াশিংটনের বাসিন্দা উইলিয়াম কেলি রোববার ভোর ছয়টার দিকে পুলিশের জরুরি নম্বরে অভিযোগ করেন, রাস্তা থেকে কে বা কারা তার গাড়ি চুরি করে নিয়ে গেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তারা দেখতে পান সাইকেল চালিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি গাড়ির দিকে আসেন। সিটের ওপর পড়ে থাকা চাবি তুলে নিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান তিনি।

ভিডিওটি আবার পরীক্ষা করতে আগে-পরের ফুটেজ সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তারা। সেটি দেখে তো তাদের চোখ চড়কগাছ! সেখানে দেখা যায়, গাড়ি চুরির সময় কেলি একটি দোকানি ডাকাতি করছিলেন! কেনেউইক পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার সকালেই কেলিকে জেলে পাঠানো হয়েছে। তবে তার লাল গাড়িটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ইনিউজ ৭১/এম.আর