ভারতে দেবতার জন্য ট্রেনে সংরক্ষিত আসন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২০ ১১:১৭ অপরাহ্ন
ভারতে দেবতার জন্য ট্রেনে সংরক্ষিত আসন!

ভগবান শিবের জন্য সংরক্ষণ করা হল একটা আসন। বাতানুকূল কামরার সেই আসনেই তৈরি হয়ে গেল একটা শিবমন্দির। অদ্ভুত মনে হলেও, এই ঘটনাটি ঘটেছে কাশী মহাকাল এক্সপ্রেসে।

বারাণসী থেকে ইনদওরগামী এই ট্রেনটির যাত্রার সূচনা রবিবার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ আর মধ্যেপ্রদেশে জ্যোতির্লিঙ্গখ্যাত তিনটে জায়গাকে সংযুক্ত করেছে এই ট্রেনটি। ইনদওরের কাছে ওঙ্কারেশ্বর, উজ্জ্বয়িনীর কাছে মহাকালেশ্বর এবং বারাণসীতে কাশী বিশ্বনাথ পরিদর্শন করাবে এই ট্রেন। ওই ট্রেনের বি৫ কোচের আসন নম্বর ৬৪ (সাইড আপার) ভগবান শিবের জন্য সুরক্ষিত ও সংরক্ষিত করা হয়েছে।

উত্তর রেলওয়ের মুখপাত্র দীপক কুমার জানান, “একটা আসন ভগবান শিবের জন্য সংরক্ষণ করা হচ্ছে এবং ফাঁকা রাখা হচ্ছে। এমন ঘটনা এই প্রথম। আসনটিতে একটি মন্দিরও তৈরি হয়েছে যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন এই বিশেষ আসনটি মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালের জন্য রাখা।” এই ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে এবং ভক্তিগীতি বা ভজন বাজানো হবে বলেও জানিয়েছেন কুমার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব