মোদি সরকারের ‘চূড়ান্ত অব্যবস্থাপনার’ কারণে ভারতীয় অর্থনীতিতে ধস শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায় এপ্রিল থেকে জুন পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৫ শতাংশে দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে মার্চে ত্রৈমাসিকে এই হার ছিল ৫.৮ শতাংশ। মনমোহন প্রধানমন্ত্রীর পাশাপাশি একসময় ভারতের অর্থমন্ত্রীও ছিলেন। তিনি নামকরা একজন অর্থনীতিবিদও। ১৯৯১ সালে নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী থাকাকালীন অর্থনৈতিক সংস্কার করে প্রশংসিত হন।
এদিন ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভারতের এই পথ অব্যাহত রাখার সামর্থ্য নেই। তাই আমি সরকারকে অনুরোধ করছি এই সংকট থেকে আমাদের অর্থনীতিকে বাঁচান। সুবিধাবাদী রাজনীতি বাদ দিয়ে বুদ্ধিমান ও শুভচিন্তার প্রসার ঘটাতে হবে। সার্বিক পরিস্থিতি চূড়ান্ত অব্যবস্থাপনার প্রমাণ।’ বর্তমান সমস্যাকে ‘মানবসৃষ্ট’ বলে মন্তব্য করেন তিনি, ‘কৃষকেরা পর্যাপ্ত দাম পাচ্ছে না। গ্রামীণ মানুষের আয় কমে যাচ্ছে। এটা আপনা-আপনি হয়নি। রীতিমতো মানবসৃষ্ট। এসবের জন্য মোদি সরকারই দায়ী।’
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।