রাখাইনে রোহিঙ্গা গণহত্যার আলামত পায়নি মিয়ানমার সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিটি। সোমবার কমিটি জানায়, ২০১৭ সালে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে অনেকগুলো পক্ষ জড়িত ছিল। তাদের মাধ্যমে যুদ্ধাপরাধ কিংবা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকতে পারে। তার মধ্যে নিরপরাধ গ্রামবাসীকে হত্যা এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এসবের জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের দায়ী করে মিয়ানমারের সরকারি কমিশন।
যাকে অভ্যন্তরীণ সংঘাত আখ্যা দিয়ে বলা হয়, মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে উত্তর রাখাইন থেকে উৎখাতে বা তাদের জাতিসত্তাকে মুছে ফেলার মতো কোনো কার্যক্রমের প্রমাণ পায়নি কমিশন। যদিও জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে। তাদের জাতিসত্তা মুছে দিতেই মিয়ানমার পূর্ব পরিকল্পিতভাবে কাঠামোবদ্ধ সেনা অভিযান চালায়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।