লিটন দাস ও তানজিদ হাসান তামিমের অবিশ্বাস্য জোড়া সেঞ্চুরিতে এবারের বিপিএলে রেকর্ড রানের ইতিহাস গড়েছে ঢাকা ক্যাপিটালস। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে তারা ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৪ রান, যা বিপিএলের নতুন দলীয় রেকর্ড। টস হেরে ব্যাট করতে নেমে লিটন ও তামিমের ওপেনিং জুটিতে ওঠে ২৪১ রান। লিটন মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করে বিপিএল ইতিহাসে দ্রুততম
সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখান। তিনি ৫৫ বলে অপরাজিত ১২৫ রান করেন। অন্যদিকে, তামিম ৬২ বলে সেঞ্চুরি করার পর ইনিংসের তিন বল বাকি থাকতে আউট হন, তার সংগ্রহ ছিল ১০৮ রান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সের ২০১৯ সালের ২৩৯ রানের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।