নোয়াখালীতে আগুনে পুড়ল ১২টি দোকান

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: রবিবার ১২ই জানুয়ারী ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন
নোয়াখালীতে আগুনে পুড়ল ১২টি দোকান

নোয়াখালীর মাইজদী শহরের গণপূর্ত অফিসের বিপরীত পাশের কয়েকটি মার্কেট ও হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।  


স্থানীয়রা জানায়, দোকান বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই নূপুর মার্কেটে আগুন দেখা যায়। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মাইজদী ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুরো ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।