করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৮ই এপ্রিল ২০২১ ০৪:৩৩ পূর্বাহ্ন
করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি কভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনা আক্রান্ত ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭টা ১০ মিনিটে করোনা চিকিৎসায় ডেডিকেটেড রায়পুরের রাজধানী হাসপাতালে আগুন লাগে।


সে সময় হাসপাতালে অন্তত ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে থাকা অন্যান্য রোগীদের বের করে আনে ফায়ার সার্ভিস।স্থানীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট অজয় যাদব জানান, আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয় আগুনে ঝলসে, ৪ জন মারা গেছেন দমবন্ধ হয়ে। এ ছাড়া এ সময় আহত হন বেশ কয়েকজন।


স্থানীয় পুলিশ কর্মকর্তা তার্কেশ্বর প্যাটেল বলেন, এ ঘটনায় হাসপাতাল মালিকের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগে মামলা করা হবে।এর আগে গত ৯ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়।


 #ইনিউজ৭১/জিহাদ/২০২১