ভারতে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ১০:৫০ অপরাহ্ন
ভারতে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে করোনা রোগীদের জন্য নির্ধারিত একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার এ ঘটনায় হাসপাতালের চার জন রোগী পুড়ে মারা গেছেন, আরো কয়েকজন আছেন আশঙ্কাজনক অবস্থায়।


হাসপাতালসূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই আগুন লাগে ওই হাসপাতালটিতে। সে সময় সেখানে মোট ৫০ জন করোনারোগী চিকিৎসাধীন ছিলেন।


আগুন লাগার পরপরই দমকল বাহিনীকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সেখানে উপস্থিত হলে হাসপাতালের কর্মচারী ও দমকল কর্মীদের তৎপরতায় রোগীদের উদ্ধার তৎপরতা শুরু হয়।


নাম প্রকাশ না করার শর্তে এক দমকলকর্মী জানান, তারা উদ্ধার তৎপরতা শুরুর আগেই মৃত্যু হয়েছে চারজনের। উদ্ধারের পর আরো কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। উদ্ধারকৃত রোগীদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



ঠিক কী কারনে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি; তবে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সূত্রপাত হয়েছে আগুনের। গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের তদন্তও শুরু হয়েছে।


এক মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কোনো করোনা হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটল। গত মার্চে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। সেই আগুনে পুড়ে মারা গিয়েছিলেন ১০ জন করোনা রোগী।


ভারতের অন্যান্য রাজ্যের মতো ছত্তিশগড়ের করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এই রাজ্যেও হু হু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় বড় কোনও বিপর্যয় এড়াতে গোটা রায়পুরে আজ থেকে ১০ দিনের জন্য কন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি সাধারণ মানুষকে আরও কঠোরভাবে করোনা সংক্রান্ত যাবতীয় সতর্কতা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।


#ইনিউজ৭১/জিয়া/২০২১