প্রকাশ: ৫ অক্টোবর ২০২০, ১৬:৫৩
শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে "এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো বিশ্ব শিশু দিবস ২০২০। হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ অক্টোবর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, সরকারি হিজলা কলেজের পক্ষে অধ্যাপক তপন কুমার সিকদার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা - কর্মচারিবৃন্দ, উপজেলা সদর মসজিদের ইমাম আঃ গনি, গণমাধ্যমকর্মি।