প্রকাশ: ৩ অক্টোবর ২০২০, ২৩:৩৫
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধার মানিকে বখাটেদের হামলায় মোঃ মুজিবুর হাওলাদার(৪০) নামে একজন আহত হয়েছে। আহত মুজিবুর আন্ধার মানিকের ৩নং ওয়ার্ডের মকবুল হাওলাদারের ছেলে। সে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহত মুজিবুর জানায়, শুক্রবার ২ অক্টোবর রাত পৌনে ৮ টার সময় জানতে পারে বাড়ির কাছেই মধ্য আন্ধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐখানে তার ছোট ভাই উসমানের সাথে তর্কে জড়িয়েছে একই এলাকার চিহ্নিত বখাটে নাহিদ, পারভেজ,তানজিল ও সিফাত।
দ্রুত সে ঘটনার স্থানে পৌঁছে দেখতে পান তার ভাইকে মারধর করছে বখাটেরা। ভাইকে উদ্ধারে এগিয়ে গেলে বখাটেরা তার উপরেও হামলা চালায়। এসময় বখাটে তানজিল তার মাথার পেছনে আঘাত করে, এতে সে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বখাটেদের সাথে তর্কের কারণ জানতে চাইলে উসমান জানায়, ওরা এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়, ওরা মাদকসেবী। মানুষকে মিথ্যা অজুহাতে ফাঁদে ফেলে টাকা আদায় করে।
কয়েক বছর আগে মধ্য আন্ধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের নামে এরা এলাকার মানুষের কাছ থেকে চাদা তুলেছে। তাছাড়া এলাকায় খেলাধূলা শুরু হলে এরা বাধা প্রদান করে। কয়েক দিন আগে একজন হাডুডু খেলোয়াড়কে মারধর করেছে , এসব নিয়েই ওদের সাথে তর্ক বাধে। আমাকে উদ্ধারে বড় ভাই এগিয়ে এলে ওরা ভাইয়ের মাথায় আঘাত করে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে কাজিরহাট থানার এস আই ওয়াহিদ জানান, তার কাছে এ ঘটনার একটি লিখিত অভিযোগ জমা আছে। তবে তিনি তদন্তে নেমেছেন, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।