প্রকাশ: ১ অক্টোবর ২০২০, ১:৪৫
বরিশালের হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে(২০১৯-২০২০) অর্থ বছরের খরিপ-২ মৌসুমে বরিশাল,পটুয়াখালী,ভোলা,বরগুনা,ঝালকাঠি,মাদারীপুর,শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় হিজলার ৬টি ইউনিয়ন থেকে বাছাইকৃত কৃষকদের মাঝে কৃষকভেদে ফল গাছের চারা, সবজি বীজ, সার,ঔষধ এবং বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুর ১২ টায় কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খালেদীন আনাম।
এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যারের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ সহ বীজ নিতে আসা কৃষকগণ। এ সময় কৃষি অফিসার কৃষকদের উদ্দেশ্য বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের আরো উদ্বুদ্ধ করতে এবং কৃষিকে আরো এগিয়ে নিতে সরকারের এই সফল প্রচেষ্টা। আগে মানুষ একটি গাছ লাগিয়ে ফলের অপেক্ষা করতো কিন্তু এখন আর সেটা নেই। কৃষি এখন আধুনিক পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ভাবে এগিয়ে চলছে। তাই কৃষকভেদে আম, বারি মাল্টা-১, সফেদা ফলের চারা এবং হাইব্রীড জাতের লাউ, কুমড়া, করলা বীজ বিতরণ করেছি। পাশাপাশি সার, ঔষধ, পোকা দমন ফাঁদ এবং পশু-পাখি থেকে বীজ রক্ষা করার উপকরণও দেয়া হয়েছে।