প্রকাশ: ১ অক্টোবর ২০২০, ১৮:১২
রাজধানীর রুপনগর এলাকা থেকে নাসিম রিয়েল স্টেটের মালিক পলাতক আসামি কুখ্যাত প্রতারক নাসিমকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি নাসিম ৫৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।তার কাছ থেকে বিদেশি অস্ত্র, জালনোট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।আজ দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।