আন্তর্জাতিক সংস্থা টেড এর টেডএক্সউওম্যান এর ইভেন্ট আয়োজনের লাইসেন্স পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী মোঃ হাসানুর রহমান (হাসান)।ইভেন্ট আয়োজনের লাইসেন্স বিষয়ে বশেমুরবিপ্রবির বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, প্রথমবারের মতো আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এবং এই বছর নভেম্বর এর ২০ তারিখে আমরা ইভেন্ট আয়োজন করতে পারবো।কিন্তু এমন সংকটময় পরিস্থিতির কারণে এ বছর অনলাইনে ইভেন্ট সম্পন্ন করতে হবে।
টেড হচ্ছে(TED-Technology, Entertainment, Design) আমেরিকার একটি মিডিয়া সংস্থা যা বিনামূল্যে আলোচনা পোস্ট করে।তাদের শ্লোগান হচ্ছে "ideas worth spreading।টেড সম্মেলন হিসেবে ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে।যা ১৯৯০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।টেড এর সদরদপ্তর নিউইয়র্ক সিটি- আমেরিকা, ভ্যানকুভার-ব্রিটিশ কলাম্বিয়া ও কানাডা।প্রতিবছর ৩০০০ এর বেশি টেড ইভেন্ট সারাবিশ্বে অনুষ্ঠিত হচ্ছে।আর এই স্থানীয় কমিউনিটির অনুষ্ঠানগুলো পরিচালনা করে থাকে টেডএক্স।বিলগেটস, ইলোনমাস্ক এর মতো বক্তারাও টেড এ বক্তৃতা দিয়ে থাকেন।
সাম্প্রতিক গবেষণা এবং নতুন আইডিয়ার উন্মোচন ও সেটা স্থানীয় কমিউনিটির মানুষের মাঝে শেয়ার করার উদ্দ্যশ্যেই এই ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়।লাইভ স্পিকার এবং রেকর্ডেড টেড স্পিকারদের বক্তৃতাগুলো স্বাধীনভাবে টেড এর কোনো ইভেন্ট আয়োজনের জন্য টেড থেকে সরাসরি লাইসেন্স দেওয়া হয়।এই ইভেন্টগুলো সরাসরি টেড পরিচালনা না করলেও টেড থেকে কিছু নীতিমালা অনুসরণ করে আয়োজকদের ইভেন্ট পরিচালনা করতে হয়।প্রসঙ্গত, বিশ্বে ১৩৩ এর বেশি দেশে টেড এর ইভেন্ট পরিচালনা হচ্ছে।বাংলাদেশে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংস্থা এই ইভেন্ট পরিচালনার জন্য লাইসেন্স পেয়েছে তার মধ্যে বুয়েট, আইউটি, শাবিপ্রবি এবং জাবি অন্তর্ভুক্ত।