প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৫
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ওই সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড়মানিকা ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন,কৃষি কর্মকর্তা ওমর ফারুক, ওসি মো. মাজহারুল আমিন, কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ প্রমুখ। ওই সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল সরকারি, বে-সরকারি ও স্বায়ত্বশাষিত দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।