প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭
ভোলার বোরহানউদ্দিন পৌরসভা এলাকায় ৫৫৪ জন নিবন্ধিত জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. সাইফুর রহমান জেলে ও জেলে পরিবারের হাতে চাল তুলে দেন। ওই সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, ট্যাগ অফিসারের দায়িত্বরত উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. বাহাউদ্দিন,প্যানেল মেয়র হারুন-অর-রশীদ, পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।