প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন রূপনগর থানা ছাত্রলীগ।উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রুপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসাইন মিঠু,
এছাড়া উপস্থিত ছিলেন রূপনগর থানা ছাত্রলীগের বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত ছাত্রলীগের নিবেদিত কর্মীগণ।তখন রুপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসাইন মিঠু বলেন,বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণ কর্মসূচি আবহাওয়া ও জলবায়ুর ইতিবাচক পরিবর্তনে প্রভাব ফেলবে।এ সময় শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা বলেন।তিনি নেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।