প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪০
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক মারা গেছেন বলে জানা গেছে।একই ঘটনায় এক পথচারীও গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।তিনি জানান,ধানমন্ডি-৩২ নম্বর এলাকার মাস্টার মাইন্ড স্কুল সংলগ্ন একটি বহুতল নির্মাণাধীন ভবন থেকে পড়ার ঘটনায় ২ জন মারা গেছেন।এই ঘটনায় আরো ১ জন চিকিৎসাধীন রয়েছেন।