বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউটস এর পাঁচজন রোভার শ্রীমঙ্গল থেকে জাফলং পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে আগামী ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য বিধি মেনে যাত্রা শুরু করবে।
এ উপলক্ষে রোভার স্কাউটস এর উক্ত সদস্যবৃন্দরা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় জবি রোভার স্কাউটস এর গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার সহ অন্যান্য রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই পরিভ্রমণ সম্পন্ন করবে।