প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ৪:৫৮
অমর একুশে বইমেলা ২০২৬-এর নির্ধারিত তারিখ স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে কারণে পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করা হয়েছে। বাংলা একাডেমি জানিয়েছে, প্রকাশক, পাঠক ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনার ভিত্তিতে বইমেলার নতুন তারিখ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য ও তিন পুলিশ সদস্যসহ আরও অনেকে আহত হয়েছেন। এই ঘটনা সম্পর্কে রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে জানায়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। মন্ত্রণালয় জনগণকে ধৈর্য ধরার ও শান্ত থাকার
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের লাইন-৫ (মেট্রোরেল-৫ দক্ষিণ লাইন) অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হচ্ছে না। সরকার ও প্রধান ঋণদাতা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বড় ব্যয়ের প্রকল্পটির জন্য আগ্রহ দেখাচ্ছে না। সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয় কমানোর প্রস্তাবও কোনো কাজে আসেনি। পুনর্গঠিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশন থেকে একনেকে তোলা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের ইআরডি কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের মেয়াদে প্রকল্পটি আর
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগ-ভাটোয়ারা করে প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে তিনি মনে করেন। তিনি অভিযোগ করেন, এই দখলদারিত্ব রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, দেশের গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে পারছে না। তার মতে,
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউএন-হ্যাবিট্যাটের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসব্যাকের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাশ্রয়ী আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, দ্রুত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের ফলে দেশজুড়ে আবাসন সংকট তীব্র হচ্ছে এবং তা মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ জরুরি। বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা ও