বরিশালে ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।বৃহত্তর বরিশাল রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।দাবীগুলো হলো: নগরীর বয়স্ক রিক্সা চালকদের ব্যাটারী চালিত রিক্সা চালানোর অনুমতি প্রদান ও অসহায় শ্রমিকদের চিকিৎসা প্রদান, তাদের ছেলে-মেয়েদের শিক্ষা ও বিবাহযোগ্য মেয়েদের জন্য পুনরায় কল্যাণ তহবিল চালু এবং প্রকৃত রিক্সা শ্রমিকদের মহাজনী লাইসেন্স প্রদান।
বৃহত্তর বরিশাল রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোতালেব মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. আলী হোসেন, সিনিয়র সহ-সভাপতি রুস্তম আলী হাওলাদার, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও আ. ছালাম হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক সহ অন্যান্যরা।বক্তারা বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে অসহায়-দুঃস্থ শ্রমিক শ্রেনীর মানুষের আশ্রয়স্থল হিসেবে অভিহিত করে তাদের দাবীর বিষয়গুলো মানবিক কারনে বিবেচনার আহ্বান জানান।