নুরের বিরুদ্ধে ব্যবস্থা আইন অনুযায়ী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর ২০২০ ০৪:৪৮ অপরাহ্ন
নুরের বিরুদ্ধে ব্যবস্থা আইন অনুযায়ী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ব্যবস্থা তরুণীর দায়ের করা মামলার আইন অনুযায়ী করা হবে।জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।নুরের বিরুদ্ধে মামলা সম্পর্কে মন্ত্রী বলেন, নূরের বিরুদ্ধে মামলা হয়েছে।পুলিশ তদন্ত করছে।আমাদের সব নলেজে আছে।যেভাবে অ্যাড্রেস করা দরকার সেভাবেই পুলিশ তদন্ত করছে।আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে ভিপি নুরকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়।এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে।এর কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেয়া হয়।গেলো ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলাটি করেন।মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে।তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।