প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১:৫২
টেকনাফের রঙ্গীখালীতে দুর্বৃত্ত্বের গুলিতে এক যুবক নিহত হয়েছে।নিহত যুবক হ্নীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের দুদু মিয়ার ছেলে মোঃ তৈয়ব (৩৮)।২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩ টার দিকে রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায, নিহত যুবক তৈয়ুব ও তার ভাই জাকের একটি দোকানে বসে গল্প করছিল।এসময় দু’টি টমটম গাড়ী যোগে একদল দুর্বৃত্ত্ব আকষ্মিক তৈয়ুবকে আক্রমন করলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।দুর্বৃত্ত্বের দল পিছু নিয়ে তাকে ধাওয়া করে এক পর্যায়ে ধরে বুকে গুলি করে।এতে ঘটনাস্থলে তৈয়ুব নিহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে পুলিশ।