প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ০:৫৬
নরসিংদী মানব সেবা সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ২০২০ উপলক্ষে প্রায় ২ শতাধিক এতিম ছাত্রছাত্রীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেন।আজ সোমবার নরসিংদী মানবসেবা সংগঠন নামক প্রতিষ্ঠানটির ২ বছর পূর্তি উপলক্ষে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বড়ইতলায় অবস্থিত মাসুদিয়া হাফিজিয়া এতিমখানা ও আছিয়া খাতুন মহিলা মাদ্রাসার ২ শতাধিক এতিম ছাত্রছাত্রীদের মাঝে দুপুরের খাবারের আয়োজন করেন।
নরসিংদী মানবসেবা সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন মোল্লা সুমন বলেন, মানুষ মানুষের জন্য, আমাদের এ কার্যক্রম এতিম, অসহায়, দুস্থদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো,নরসিংদী মানব সেবা সংগঠনের ছাত্রবিষয়ক সম্পাদক সোহাগ বন্ধুকশী বলেন, আমরা এতিম ছাত্রছাত্রীদের পাশে সব সময় আছি থাকব এবং আমাদের সাধ্যমত তাদের ব্যাপারে তাদের পড়াশোনার ব্যাপারে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।