প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩০
কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা-মেয়ের মৃত্যু হয়েছে।নিহত মা-মেয়ে মোটরসাইল চালক এরশাদ ভূইয়ার স্ত্রী ও কন্যা। বাসের ধাক্কায় তিনিও আহত হন।সোমবার বিকাল ৩টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি কুমিল্লা-সিলেট মহাসড়কের রেশম বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মা-মেয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইছা গ্রামের এরশাদ ভুইয়ার স্ত্রী কুলসুম আক্তার (৩৬) ও কন্যা শাহিনুর আক্তার (০৩)।
এসময় মা-মেয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।আহত হন মোটরসাইকেল চালক এরশাদ ভূইয়া।তাকে স্থানীয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।তিনি আরও জানান, নিউ জনতা পরিবহনের ওই বাসটিকে চালকসহ আটক করা হয়েছে।নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।