প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৩
সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায় (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক মিজানুর রহমান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ছুরিকাঘাতে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে রাজি হননি।তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তকে আটক করা যায়নি বলেও জানান তিনি।