চরফ্যাসনে আকস্মিক ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২০শে সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৪ অপরাহ্ন
চরফ্যাসনে আকস্মিক ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত

ভোলার চরফ্যাসন উপজেলার আছলামপুর ইউনিয়নের  ৮ ও ৯ নং ওয়ার্ডে শনিবার রাতে আকর্ষিক ঘূর্ণিঝড়ের আঘাতে কয়েকটি দোকানসহ প্রায় ৬০ টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।এসময় শতাধিক গাছ ভেঙে গেছে।বেতুয়া সড়কে গাছ ভেঙ্গে পড়ে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়রা গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করেন৷ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, আসলাম পুর ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিলিটারি,

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম মাস্টার, প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন জানান, উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮/৯ নম্বর ওয়ার্ডে ভোর রাতে আকস্মিক ঝড়ের কবলে ০৩ টি দোকান ঘরসহ ৫৫/৬০ টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।এছাড়াও ঝড়ের আঘাতে আশেপাশের বেশকিছু  গাছপালার ক্ষতি সাধিত হয়েছে।হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্নবাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।