কালিয়াকৈরে ভুয়া পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: শনিবার ২১শে মার্চ ২০২০ ০৫:৪২ অপরাহ্ন
কালিয়াকৈরে ভুয়া পুলিশ আটক

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয় দিয়ে ফুটপাতের দোকান থেকে পন্য ক্রয় করে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় এক যুবককে স্থানীয়রা গন ধোলায় দিয়ে পুলিশে সোর্পদ করে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-টাংঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যাক্তি হলোন, কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার পশ্চিম মাঝি গাছা এলাকার  ফরিদ মিয়ার ছেলে মামুন(৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ওই যুবক পুলিশ পরিচয় দিয়ে ফুটপাতের দোকান থেকে কিছু পন্য ক্রয় করে। ক্রেতা তা ওই যুবকের নিকট টাকা চাইতে গেলে সে বলে আমি চন্দ্রা পুলিশ বক্সের পুলিশ ওইখান থেকে টাকা নিয়ে আসিস।পরে ওই যুবক পুলিশ বক্সে না গিয়ে ঢাকা গামি একটি পরিবহনে ওঠে পালাতে গেলে।

স্থানীয়রা বুঝতে পেড়ে সালনা হাইওয়ে থানার (এএসআই)জাহিদ হাসান জুলেয়কে সাথে নিয়ে চন্দ্রা মাছের আড়ৎ থেকে ঢাকা গামি একটি গাড়ি গতিরোধ করে  স্থানীয়রা সনাক্ত করে তাকে আটক করে পুলিশে খবর দেয়। কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের নিকট থেকে একটি ওয়াললেস উদ্ধার করে।

এঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ বলেন, মিথ্যা পুলিশ পরিচয় দেওয়ার অপরাধে মামলা দায়ের করে শনিবার দুপুরে গাজীপুর জেল হাজতে পাঠানো  হয়েছে।   

ইনিউজ ৭১/টি.টি. রাকিব