মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২০ ১০:৫০ পূর্বাহ্ন
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

মেঘনা নদী‌তে ব‌রিশাল থে‌কে ঢাকাগামী দু‌ই ল‌ঞ্চের সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এত বহু হতাহ‌তের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও সংঘর্ষের ঘটনায় কীর্তনখোলা-১০ নামের একটি ল‌ঞ্চের যাত্রী একটি শিশু ও এক বৃদ্ধ নিহ‌ত হয়েছেন বলে জা‌নি‌য়ে‌ছেন যাত্রীরা। ত‌বে খবরটি শুন‌লেও নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছেন না লঞ্চ কতৃপক্ষ।

রোববার দিবাগত রা‌ত দেড়টার দি‌কে ঢাকা ব‌রিশাল নৌরু‌টের মা‌ঝেরচর এলাকায় ঘন কুয়াশার কার‌ণে এই দুর্ঘটনা ঘটেছে। ‌জানা গে‌ছে, কীর্তনখোলা-১০ লঞ্চ‌টি ব‌রিশাল নদী বন্দর থে‌কে রা‌তে ঢাকার উদ্দেশ্যে এবং ভান্ডা‌রিয়ার হুলারহাট থে‌কে ফারহান-৯ লঞ্চ‌টিও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ফারহান লঞ্চ‌টির কো‌নো রাডার না থাকায় কুয়াশার ম‌ধ্যে কীর্তনখোলারর মাঝ বরাবর স‌জো‌রে ধাক্কা দি‌লে সেটির বেশ ক্ষয়ক্ষ‌তি হয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কীর্তণ‌খোলা-১০ ল‌ঞ্চের ব্যবস্থাপক ঝণ্টু বলেন, দুজন নিহত ও বহু হতাহতের কথা আমরা শুনতে পেয়েছি। তবে নিশ্চিত করতে পারছি না। ল‌ঞ্চের কেউ ফোনও ধর‌ছেন না। এ বিষ‌য়ে জান‌তে ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইড‌ব্লিউ‌টিএ’র নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভা‌গের উপ প‌রিচালক আজমল হুদা মিঠু সরকার‌কে একা‌ধিকবার ফোন দেয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে।

ইনিউজ ৭১/এম.আর