প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার পুরো রমজান মাস জুড়ে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করবে। শনিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার নিয়মিত মনিটরিং করছে এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। অসাধু মুনাফাখোরদের দৌরাত্ম্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে। পাশাপাশি টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ মানুষ উপকৃত হয়।
সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন। তিনি বলেন, রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটতে দেওয়া হবে না। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে যাতে রমজানে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য পায়। জনগণকে কোনো ধরনের মূল্যস্ফীতির চাপে পড়তে হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।