আত্রাইয়ে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে মাংস বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ন
আত্রাইয়ে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে মাংস বিক্রি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে শনিবার (১ মার্চ) সকাল ৭টায় উপজেলা মেইন গেইটের সামনে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ রমজান মাসে সহজেই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ক্রয় করার সুযোগ পাচ্ছেন।


আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন বলেন, "রমজান মাসে মানুষের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। এই মাংস বিক্রয়ের দোকানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষকে যেন ন্যায্য মূল্যে মাংস কিনতে সুবিধা হয়।" তিনি আরও বলেন, "প্রতিকেজি গরুর মাংসের মূল্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।"


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে যাতে মাংসের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়। এক ব্যক্তি সর্বোচ্চ দুই কেজি মাংস ক্রয় করতে পারবেন, তবে স্বল্প আয়ের মানুষের জন্য ২৫০ গ্রাম মাংস কেনার ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট গঠনে বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।


এছাড়া, স্থানীয় জনগণের সুবিধার্থে আত্রাই উপজেলা প্রশাসন এই উদ্যোগটির মাধ্যমে রমজান মাসে পণ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করবে।