নবগঠিত জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বরিশালের কৃতি সন্তান মিরাজ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ০৭:০৫ অপরাহ্ন
নবগঠিত জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বরিশালের কৃতি সন্তান মিরাজ

নবগঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মিরাজ হোসেন। সদ্য সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিরাজ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মো. জাকির হোসেনের পুত্র।


মিরাজ হোসেন তার শিক্ষা জীবন শুরু করেছিলেন বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে। সেখান থেকে এসএসসি পাশ করে পরবর্তীতে গুঠিয়া আইডিয়াল কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করেন। তার শিক্ষাজীবনে অর্জিত সাফল্য এবং যোগ্যতা তাকে ছাত্রদলের নতুন দায়িত্ব গ্রহণের জন্য উপযুক্ত করে তুলেছে।


তার এই পদক্ষেপ ও সফলতা ছাত্রদলে তার প্রভাব ও গুরুত্ব প্রতিষ্ঠা করেছে। মিরাজ হোসেনের এই নতুন দায়িত্ব গ্রহণের পর, সাধারণ শিক্ষার্থীরা আশা করছেন যে, ছাত্রদলের নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণে সক্ষম হবে। তারা বিশ্বাস করেন যে, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং ছাত্রদের অধিকার আদায়ের জন্য নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে।


বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আশা করছেন, মিরাজ হোসেনের নেতৃত্বে ছাত্রদল তাদের দীর্ঘদিনের দাবিগুলোর বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং ছাত্রসমাজের কল্যাণে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণে তারা প্রতিজ্ঞাবদ্ধ।