প্রধানমন্ত্রী যে বেতন দেন বাইরে হাত পাতা প্রয়োজন পরে না: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২০ ০৮:২১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী যে বেতন দেন বাইরে হাত পাতা প্রয়োজন পরে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার হুঁশিয়ারী দিয়েছেন, কৃষকের ধান ক্রয়ে কোন দুর্নীতি সহ্য করা হবে না। শনিবার (১১ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে আমন ধান সংগ্রহের বিষয়ে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারী দেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী যে বেতন দেন তা দিয়ে সংসার চালানো সম্ভব, বাইরে হাত পাতার প্রয়োজন পরে না। যেহেতু হাত পাতার প্রয়োজন পরে না, তাই দুর্নীতিকেও প্রশ্রয় দিব না। কেউ আপনারা যদি কৃষককে হয়রানি করেন, দুর্নীতিতে যান তাহলে এক বছরেও যদি আপনারা আমকে চিনে না থাকেন তাহলে আর জীবনে আমাকে চিনতে পারবেন না।

আর স্পষ্ট করে বলতে চাই দুর্নীতি থেকে মুক্ত থাকবেন।' মধ্যস্বত্ত্বভোগীর সাথে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি খাদ্যমন্ত্রী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব