পিরোজপুরের কাউখালীতে ক্ষুদে ব্যবসায়ীর শেষ সম্বল আগুনে পুড়ে দোকান ছাই। বৃহস্পতিবার রাতে উপজেলার কাউখালী-নৈকাঠী সড়কের জয়কুল ব্রীজ সংলগ্ন ক্ষুদে ব্যবাসীয় দোলোয়ারের দোকান আগুনে পুড়ে যায়। উপজেলার জয়কুল গ্রামের মৃত্যু আঃ হাকিম হাওলাদারের ছেলে দোকান মালিক মোঃ দেলোয়ার হোসেন।
ব্যবসায়ী দোলোয়ার জানান, আগুনে দোকান পুড়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমি এই দোকান দিয়ে সংসার চালাই, পূর্ব শত্রুতার জেড় ধরে আমার দোকানে মধ্য রাতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয় বলে জানান দেলোয়ার।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।