চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের অবস্থান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - চট্টগ্রাম
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের অবস্থান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজগুলোর অনিয়ন্ত্রিত অবস্থান ঠেকাতে কড়া নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বড় জাহাজ থেকে পণ্য খালাসের পর ৭২ ঘণ্টার মধ্যে তা নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করা হয় এবং শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে, মাদার ভেসেল থেকে পণ্য বোঝাইয়ের পর লাইটার জাহাজগুলো অযথা বন্দরসীমানায় অবস্থান করছে। এতে পণ্য সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে।

এ ধরনের অনিয়ন্ত্রিত অবস্থান জনস্বার্থবিরোধী ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অতিরিক্ত লাইটার জাহাজের জটলা নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তাই বন্দরের জলসীমাকে বাধামুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বন্দরসীমায় লাইটার জাহাজগুলোর অনির্ধারিত অবস্থান চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোডের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

রমজানকে সামনে রেখে পণ্য সরবরাহব্যবস্থা স্বাভাবিক ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে লাইটার জাহাজগুলোর গন্তব্যে যাত্রা নিশ্চিত করতে হবে।

নির্দেশনা অমান্য করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। এতে চট্টগ্রাম বন্দর আইন ও আইএসপিএস কোডের বিধান প্রয়োগ করা হবে।

বন্দরসীমায় জাহাজগুলোর অনিয়ন্ত্রিত অবস্থান দূর করতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।