সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ০৭:৫০ অপরাহ্ন
সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি: মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। তিনি সতর্ক করেছেন, ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে বিজিবি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করে নিয়মমাফিক হস্তান্তর করা হয়, তবে ভবিষ্যতে এটি কতটুকু সম্ভব হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।


শনিবার (১ মার্চ) কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে নবগঠিত উখিয়া ব্যাটালিয়নসহ চারটি ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিজিবি মহাপরিচালক সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন সম্পর্কে বলেন, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা প্রাধান্য পেয়েছিল সম্মেলনে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবকের নিহত হওয়ার ঘটনায় বিজিবি থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।


তিনি বলেন, বিএসএফের বিরুদ্ধে বিজিবি প্রতিবাদ জানালেও, ঘটনা ঘটানোর পর কিছু ছবির মাধ্যমে জানা যায় যে, সংঘবদ্ধ ১৫-২০ জন অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করছিল। বিএসএফ বাধা দেওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএসএফ রাবার বুলেট ছোড়ে, যার ফলে বাংলাদেশি যুবক নিহত হয়।


বিজিবি মহাপরিচালক আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ ঘটলেও হত্যা কখনোই সমাধান হতে পারে না। তিনি আশ্বস্ত করেন, ভবিষ্যতে সীমান্ত হত্যার ঘটনায় আরও কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে সীমান্ত অতিক্রম প্রতিরোধের চেষ্টা করা হবে।


মিয়ানমার সীমান্তের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমার সীমান্তে নিরাপত্তার ঝুঁকি নেই, তবে যদি কোনও অবৈধ অনুপ্রবেশ ঘটে, বিজিবি তা প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে।