ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আওরাবুনিয়া ইউনিয়নের ছোট কৈখালী এলাকায় জোরপূর্বক মাটি কেটে জমি দখল করার সময় বাঁধা দিলে ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। শনিবার (১ মার্চ) বিকেলে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাং চেনলা এ ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব হাওলাদারসহ তার পরিবার ও আবুবকরদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এই বিষয়ে ঝালকাঠি আদালতে একটি মামলা চলমান রয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনেকবার শালিসির মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেছেন, তবে আবুবকরদের পক্ষের লোকজন কখনওই এই মিমাংসায় সায় দেননি।
শুক্রবার রাতে আবুবকরদের পক্ষের লোকজন ধানের জমির মাটি কেটে দখল করে নেয়। সকালে সোহরাব ও তার পরিবার বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করলে আবুবকরসহ তার সহযোগীরা লাঠিসোঁটা, দা, খোন্তাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় সোহরাব হাওলাদার (৫০), নুরুল ইসলাম (৩৫) ও আউয়াল হাওলাদার (৩০) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠানো হয়।
সোহরাব হাওলাদারের মেয়ে মোসা. তানিয়া আক্তার জানান, তাদের ২৫ শতাংশ ধানের জমি নিয়ে প্রায় দুই বছর ধরে বিরোধ চলছে। একাধিক শালিসির পরও আবুবকররা মীমাংসায় রাজি হয়নি। বর্তমানে তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলছে, কিন্তু এরপরও তারা জোরপূর্বক মাটি কেটে জমি দখল করে এবং প্রতিবাদ করলেই হামলা চালায়।
এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কাঁঠালিয়া থানার ওসি জানান, ক্ষতিগ্রস্তদের অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হবে এবং তদন্ত শুরু করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।