রাজধানীর মিরপুরে দারুস সালাম এলাকায় বাসের ধাক্কায় বিল্লাল (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুর ২টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় বিল্লাল।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনার পরই বাসটি জব্দ করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, দারুস সালাম এলাকায় বাসে আমড়া বিক্রি করতো বিল্লাল। দুপুরে বিআরটিসি বাস ডিপোর পাশের সড়কে দাঁড়িয়ে ছিল বিল্লাল। ডিপো থেকে বিআরটিসির একটি বাস বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় বিল্লাল গুরুতর আহত হয়। এ সময় দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।