প্রকাশ: ৭ আগস্ট ২০১৯, ২২:৪৯
মুসলিম উম্মাহর পবিত্র ঈদুল আযহার দিন যত ঘণিয়ে আসছে, ততই উঠছে কোরবানির পশুর হাট। ঈদুল আযহার বাকি মাত্র ৪ দিন।এরইমধ্যে কক্সবাজারের উখিয়ার সর্ববৃহৎ গরু বাজারে এবার মিয়ানমার ও ভারতের গরুর চেয়ে দেশীয় গৃহপালিত গরুর সংখ্যা বেশি। ধর্মভিরু মুসলিম সম্প্রদায়ের কোরবানিতে পছন্দ এসব দেশীয় গরুর। দাম অনেক চড়া হলেও থেমে নেই বেচাকেনা। মঙ্গলবার থেকে মিয়ানমারের পশু আমদানি বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসক। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে গরু বাজারে কঠোর নিরাপত্তা। ছিনতাই, ডাকাতিসহ যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন তৎপর রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব