
প্রকাশ: ২৬ মে ২০১৯, ২০:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার (২৮ মে) জাপান যাচ্ছেন। সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন। এছাড়া সেখানকার প্রভাবশালী দৈনিক নিক্কেই শিম্বুনের আয়োজিত এক আন্তর্জাতিক ফোরামে অন্যতম প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর সফরে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশায় জাপানের বিনিয়োগকারীদের প্রতি বেশি করে এগিয়ে আসার আহ্বান জানাবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব