১৫ নং উত্তরা উপ-এলাকার স্কাউটদের নিয়ে পিএস (PS) বিষয়ক সেমিনার অদ্য ২৫ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ রোজ বুধবার লাইটহাউস ক্যারিয়ার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
পিএস (PS) সেমিনারে উপস্থিত ছিলেন স্কাউট স্কাউটার জনাব রফিকুল ইসলাম সবুজ (অধ্যক্ষ, লাইটহাউস ক্যারিয়ার কলেজ), জনাব মোঃ রিয়াজুল ইসলাম (সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটন ১৫ নং উত্তরা উপ-এলাকা), জনাব কাওসার আহমেদ (স্কাউট লিডার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ), জনাব আবদুর রশিদ চৌধুরী (গ্রুপ স্কাউট লিডার, আই,ই,এস স্কুল এন্ড কলেজ), জনাব জুনায়েদ আহমেদ (এসআরএম এপিবিএন স্কাউট গ্রুপ ৩), জনাব আলিফ (আরএম, এপিবিএন স্কাউট গ্রুপ), মেহেদী হাসান রেয়ান (এসপিএল এপিবিএন স্কাউট গ্রুপ, হেডকোয়ার্টার), নাহিদ খান (এসপিএল), মামুন সর্দার (এসপিএল), আসাদুজ্জামান হৃদয় প্রমুখ।
যে সকল স্কাউট গ্রুপ অংশ গ্রহণ করেনঃ
১) আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ
২) উত্তরা হাই স্কুল এন্ড কলেজ।
৩) আই,ই,এস স্কুল এন্ড কলেজ।
৪) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
৫)মাইলস্টোন কলেজ।
৬)লাইটহাউস ক্যারিয়ার কলেজ।
৭) নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।