“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-আলোর পথে তরুণ সংঘ, গরীব ও অসহায়দের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তরুনদের সংগঠন ‘আলোর পথে তরুণ সংঘ’ গ্রামের অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজার এলাকায় একম্বল বিতরণ করা হয়।
জানাগেছে, রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া এলাকার স্থানীয় তরুনদের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ওই এলাকার বেড়িবাঁেধর বাহিরে বসবাসরত অসহায় শীতার্থদের তালিকা করে টোকেন প্রস্তুত করা হয়। পরে শুক্রবার সকালে কোড়ালিয়া বাজারে ওইসব লোকদের উপস্থিত করে দেড়শত কম্বল, ১জোড়া করে মোজা ও শুকনা খাবার বিতরণ করে সংগঠনের তরুণরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যের উপস্থিতিতে এ কম্বল আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
এবিষয়ে সংঘঠনের তরুণরা বলেন, এর আগেও আমরা কয়েকজন অসহাদের মাঝে চাল বিতরণ করেছি এবং অসহায় গরীব মেধাবী অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে খাতা-কলম বিতরণ করেছি। গরীব ও অসহায়দের জন্য কাজ করাই ‘আলোর পথে তরুণ সংঘের’ একমাত্র লক্ষ্য।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।