সীমান্তে উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ০৬:১৬ অপরাহ্ন
সীমান্তে উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। বর্তমানে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রয়েছে এবং স্থিতিশীলতা বজায় আছে। তিনি জানান, আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে সীমান্ত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। 


মঙ্গলবার ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 


ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু অসম চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। 


পুলিশের তদন্ত প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, পুলিশই তদন্ত করবে এবং তাদের কর্মদক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। 


সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখন সারের কোনো ঘাটতি নেই। তবে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ডিলারদের সতর্ক করে বলেন, যেসব ডিলার এসব কার্যক্রমে জড়িত থাকবে, তাদের ডিলারশিপ বাতিল করা হবে। 


সাংবাদিকদের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, বিদেশি মিডিয়ার অপপ্রচারের বিপরীতে দেশের সাংবাদিকরা সত্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এর ফলে এখন বিদেশি মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করতে পারছে না। 


মতবিনিময় সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, সেনাবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা, কৃষি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা আশ্বাস দেন যে আলোচিত সমস্যাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে।