'মাটি নরম হওয়ায় সড়ক ও স্থাপনা নির্মাণে খরচ বেশি হয়'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২রা মার্চ ২০১৯ ০৮:৩৮ অপরাহ্ন
'মাটি নরম হওয়ায় সড়ক ও স্থাপনা নির্মাণে খরচ বেশি হয়'

মাটি নরম হওয়া বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে সড়ক ও স্থাপনা নির্মাণে খরচ বেশি হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৫৯তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশের মাটি অত্যন্ত নরম মাটি। আমাদের দেশে একটি রাস্তা তৈরি করতে গেলে, একটি স্থাপনা তৈরি করতে গেলে- অন্য দেশে যেখানে হয়তো মাটি শক্ত, তাদের যে খরচ হয় আমাদের অনেক বেশি খরচ হয়। প্রাকৃতিক অবস্থা বিবেচনা ও মিতব্যয়ী হয়ে সব সময় উন্নয়ন পরিকল্পনা করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমাদের দেশের উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে জলবায়ু, ভৌগলিক অবস্থান, আমাদের মাটি-পানি সব কিছুর কথা। মাটি ও মানুষের কথা ভেবে সব পরিকল্পনা নেওয়ার কৌশল নির্ধারণ করা, সেভাবে খুব মিতব্যয়ী হয়ে, স্বল্প খরচে সর্বোচ্চ উন্নতি দেশের জন্য করতে পারি সেই কথা সব সময় চিন্তা করতে হবে। 

সম্মেলন থেকে প্রকৌশলীদের সেই কৌশল খোঁজার পরামর্শ দেন শেখ হাসিনা। গবেষণার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, গবেষণার মধ্যে দিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আমাদের দেশের মাটি, মানুষ, জলবায়ু, আবহাওয়া সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে আমরা উন্নয়ন কৌশল গ্রহণ করতে পারি সে বিষয়ে আমাদের নিজেদেরই কাজ করতে হবে। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে গবেষণা বেশি গুরুত্বপূর্ণ। গবেষণা নতুন দরজা আমাদের সামনে খুলে দিতে পারে। আমাদের অনেক ক্ষেত্রে নিজেরা কাজ করতে পারছি। উদ্ভাবনী শক্তি বাড়ছে। কাজেই গবেষণাটা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, যখনই আমরা কোনো পরিকল্পনা গ্রহণ করি এটা মাথায় রাখতে হবে যে আমাদের ভূখণ্ড খুব সীমিত। লোক সংখ্যা বিশাল। সীমিত ভূমিতে ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে হবে, পুষ্টি নিরাপত্তা দিতে হবে। সঙ্গে সঙ্গে তাদের জীবনমানও উন্নত করতে হবে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব