রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে আয়োজিত র্যালীটি সরফভাটা ইত্যাদি চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুর রউফ মাস্টার, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহসভাপতি নবীর হোসেন তালুকদার, জসিম উদ্দিন, এনায়েতুর রহিম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুচ, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, সাইদুর রহমান তালুকদার, খাইরুজ্জামান, আবদুর সবুর, খোরশেদ আলম সুজন, শওকত উল আলম, আবু তাহের, সিরাজুল ইসলাম, আহসান উল্লাহ, আনোয়ার হোসেন, অনন্ত মার্মা, মো. হোসেন আহমদ, মো. জমির, মো. ইলিয়াছ, মো. সিরাজ, মো. শহিদুল্লাহ চৌধুরী, শুকু মুন্সি, আবু আনছার, ইউপি সদস্য মো. আলী তালুকদার, মো. শহিদ, সেলিনা আক্তার, শিরিন আক্তার, মো. মাহবুব সিকদার, সাইফুল চৌধুরী, মো. জামাল, মো. সিরাজ, মো. মহির, মো. মুসা, রুবেল তালুকদার, মো. জামাল, মো. সেলিম, মো. সোহেল আরমান, আতিক সুজন, মো. সারেক প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।