গোপালপুরে ৯ জনকে কোপানোর মূল আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৪শে আগস্ট ২০১৯ ০৭:৪০ অপরাহ্ন
গোপালপুরে ৯ জনকে কোপানোর মূল আসামী গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুরে জমি সংক্রান্ত শত্রুতার জেরে হামলা চালিয়ে নয়জন প্রতিবেশীকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামী সন্ত্রাসী জালালকে ময়মনসিংহের কোতোয়ালী থেকে গতকাল গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ। মামলার তথ্য বিবরণী থেকে জানা যায়, উপজেলার নগদাশিমলা ইউনিয়নের খরুরিয়া গ্রামের মো. আনিছুর রহমানের একটি জমি দখল করতে দীর্ঘদিন ধরে পায়তারা করছিলো প্রতিবেশী জালাল ও তার পরিবার।

এই বিরোধের ধারাবাহিতকায় গত ১৯ আগস্ট দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মামলার আসামী মো. জালাল, মো. আলম, মোহাম্মদ আলী, হ্যাপি আক্তার, ছানোয়ার হোসেন, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, মল্লিকা বেগম, মোছাম্মৎ রিনা বেগম ও লাভলী বেগম জোরপূর্বক আনিছুর রহমানের বসতবাড়িতে প্রবেশ করে তার মুরগির খামার ভেঙ্গে লাউ গাছের মাচাঁ দিতে থাকে।

এসময় বাড়ির লোকজন জমি দখলকারীদের বাধা দিতে গেলে, মো. ফজলু, মো. হানিফ, আব্দুস সালাম, আনোয়ার, রিনা বেগম, লিপি বেগম, আছমা বেগম, আরিফা এবং আনোয়ারা বেগমের উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্তভাবে আহত করে। এসময় হামলাকারীরা আনোয়ারা বেগম ও রিনা বেগমের গলায় থাকা প্রায় নব্বই হাজার টাকার দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে সাতজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। আহত মো. হানিফ, ফজলু, আনোয়ারা এবং লিপি বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে টাঙ্গাইল থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান জানান, বিস্বস্তসূত্রে খবর পেয়ে ময়মনসিংহের কোতোয়ালী থেকে মামলার মূল আসামী জালালসহ দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিজ্ঞআদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। গোপালপুর থানা পুলিশ দ্রুত সময়ের মধ্যে বাকী আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব