পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১৭৬ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বরূপকাঠি অফিসার্স অ্যাসোসিয়েশন।২০১৯ সালের এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।শুক্রবার সকালে স্বরূপকাঠি সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ও বিশেষ অতিথি পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরন তুলে দেন। এসময় ছিলেন,অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ সামছুল হক, সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার সরকার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ভাল লক্ষ্য নিয়ে চলতে হবে। লেখাপড়া করে ভাল কিছু শিখে বসে থাকলেই হবেনা। সেগুলো মেনে চললেই সফলকাম হওয়া সম্ভব।
আর সফলকাম হতে হলে আমদের সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান শিক্ষার্থীদের মাঝে জ্ঞানীজনের জীবনী গল্প শুনিয়ে তাদেরকে সর্বদা ভাল পথে থেকে শিক্ষার মান উন্নয়ন ঘটানোর আহবান জানান। একইসাথে পুলিশ সুপার সবার মাজে মাদকের কুফল তুলে ধরে সর্বদা মাদককে ঘৃনা করতে বলেন।সাবেক যুগ্ন সচিব ও সংগঠনের সভাপতি শ্যামা প্রসাদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু প্রমুখ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি)কে,এম তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।