ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়া প্রোগ্রামের আওতায় বিনামূল্যে সেলাই মেশিন ও কাপর বিতরণ(আয় বৃদ্ধি মূলক কার্যক্রম) করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ম্যাটারনিটি সড়ক সংলগ্ন অফিস চত্তরে অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমে কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। সংস্থার এপি ম্যানেজার সেবাষ্টিন আরেং এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার রাফায়েল রায়। প্রোগ্রাম অফিসার পংকজ কাপালীর সঞ্চালনায় এ সময় সহকারী কমিশনার মোঃ ইয়াসিন খস্দকার, প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু, পৌর প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, নগর উন্নয়ন কমিটির সভাপতি মজনু তালুকদার, ওয়ার্ল্ড ভিশন সংশ্লিষ্ট ব্যাক্তি-বর্গ, গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, নারী সমাজকে বাদ দিয়ে এ দেশে উন্নয় করা সম্ভব নয়, একজন মা তার পেশাগত কাজ বা চাকুরি ছাড়াও স্বামী, সংসার, সন্তান, শ^শুর, শ^াশুড়ী দ্বায়িত্ব পালন করেণ। যোগ্য নাগরিক গড়ে তুলতে মায়ের ভূমিকা অনেক বেশি, তাকে খেয়াল রাখতে হবে তার সন্তান যেন খারাব পথে না যায়, মাদকাসক্ত না হয়ে পড়ে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।