বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভেদরগঞ্জে রামভদ্রপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৬আগস্ট) বাদ জুম্মা শরীয়তপুর ১.২.৩ মহিলা সংরক্ষিত আসনের এমপি পারভীন হক সিকদারের উদ্যোগে জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয়ের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেলসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে ভেদরগঞ্জ উপজেলা আওয়া মীলীগের সহ সভাপতি বীর মুক্তি যোদ্ধা সিকদার আব্দুল মান্নান,রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সিকদার,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ যুবলীগ নেতৃবৃন্দ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।